مدرسة تعليم السنة االسالمية

তা’লীমুস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসা

TALIMUS SUNNAH AL-ISLAMIA MADRASHA

স্থাপিত: ২০১৫ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
হা. মাও. মুফতি এনামুল হাসান

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। ওয়াস্ সালাতু আস্ সালামু আ‘লা নাবিয়্যিল কারিম। ওয়া আ‘লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাসি আজমাঈন।

তালিমুস সুন্নাহ কুরআন মাদ্রাসা একটি অন্যতম আধুনিক ও মানসম্পন্ন মাদ্রাসা ।

তালিমুস সুন্নাহ কুরআন মাদ্রাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “তালিমুস সুন্নাহ কুরআন মাদ্রাসা”। Ok